• Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

অধ্যক্ষ মহেোদয় :



সুখরঞ্জন তালুকদার

প্রধান শিক্ষক
ধানখালি এস এইচ এ্যান্ড আশ্রাফ একাডেমী

বাণী

“বিসমিল্লাহির রাহমানির রাহিম”


ধানখালী সোনাগাজী, হায়াতুন্নেছা এ্যান্ড আশ্রাফ একাডেমীর শিক্ষক-শিক্ষিকাগণ ও সর্বশ্রেণির কর্মকর্তা এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ ও সম্মানিত অভিভাবক সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আর নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য রইল প্রাণঢালা দোয়া ও ভালোবাসা।

মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার স্মৃতি বিজড়িত প্রাচীন ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ধানখালী সোনাগাজী, হায়াতুন্নেছা এ্যান্ড আশ্রাফ একাডেমী কলাপাড়ার একটি স্বনামখ্যাত শিক্ষা প্রতিষ্ঠান।

বর্তমানে সুশৃঙ্খল সুনাগরিক তৈরীর একটি বিদ্যাপীঠ হিসেবে এই প্রতিষ্ঠানটি এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণে সক্ষম হয়েছে। ডিজিটাল বাংলাদেশের হাত ধরে স্মার্ট বাংলাদেশ নির্মানে চলমান বিশ্বের ছন্দে তাল মিলিয়ে ওয়েবসাইট তৈরীর মধ্য দিয়ে বিদ্যালয়টি তার আপন পরিচয়ে বিশ্ব সভায় তুলে ধরেছে।

সময় উপযোগী বিজ্ঞানমনস্ক জাতি গঠনের প্রত্যয়দ্বীপ্ত এই সূচনাকে আমি স্বাগত জানাই। তথ্য-প্রযুক্তির পথে এ নবযাত্রায় ধানখালী সোনাগাজী, হায়াতুন্নেছা এ্যান্ড আশ্রাফ একাডেমীর শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক/অভিভাবিকা, ছাত্র-ছাত্রী, পরিচালনা পর্ষদ ও কর্মচারীসহ সকলের জন্য রইলো শুভেচ্ছা ও আন্তরিক কৃতজ্ঞতা।

আমাদের ছাত্র-ছাত্রীরা দেশের সেবায় আত্মনিয়োগ করে দেশ ও জতির উন্নয়ন সাধন করবে এটাই প্রত্যাশা।


সুখরঞ্জন তালুকদার

প্রধান শিক্ষক

ধানখালী সোনাগাজী, হায়াতুন্নেছা এ্যান্ড আশ্রাফ একাডেমী

কলাপাড়া, পটুয়াখালী

মোবাইলঃ ০১৭৩১৯৩৭৭৭৭

© 2025. All right reserved by ashrafacademy.org