• Hi Tech Polytechnic Institute - Slide
  • Hi Tech Polytechnic Institute - Slide Hi Tech Polytechnic Institute - Slide

মেনু নির্বাচন করুন

সুখরঞ্জন তালুকদার

সুখরঞ্জন তালুকদার

প্রধান শিক্ষক
ধানখালি এস এইচ এ্যান্ড আশ্রাফ একাডেমী

প্রধান শিক্ষক মহোদয়ের বিশেষ বার্তা। আপনাদের সন্তানদের প্রতি নজর দেন, নিয়মিত খোঁজখবর রাখেন, সারাদিন কি করল, জবাবদিহিতা নিশ্চিত করেন। সাথে নিম্নোক্ত ১৪টি বিষয় খেয়াল রাখবেন: ১. সে কখন স্কুল/কলেজে যায়। ২. স্কুল/কলেজ থেকে কখন বাসায় ফিরে। ৩. স্কুল/কলেজে আসার সময় মোবাইল ফোন নিয়ে আসে কি না, সাথে ব্লুটুথ ইয়ার ফোন। ৪. স্কুল/কলেজ ড্রেসের বাইরে অন্য কোন ড্রেস অতিরিক্ত হিসাবে রাখে কি না, এমনকি কোন জার্সি পরে আসে কি না। ৫. মাথার চুল স্বাভাবিক আছে কি না। ৬. যদি প্রাইভেট পড়ে, কোথায় প্রাইভেট পড়ে, কখন পড়ে, সেখানে যোগাযোগ রাখবেন। ৭. মাঝে মধ্যে স্কুল/কলেজে আসবেন তাকে না জানিয়ে। ৮. শ্রেণি শিক্ষকের সাথে যোগাযোগ রাখবেন। ৯. কার সাথে মিশতেছে জানতে চেষ্টা করুন। ১০. প্রয়োজনের অতিরিক্ত টাকা দিবেন না। ১১. মাঝেমধ্যে স্কুলের ব্যাগ ও মানিব্যাগ (যদি থাকে) চেক করুন। ১২. স্মার্টফোন ব্যবহার করা নিষেধ করে দিবেন, যদি কোন তথ্যের প্রয়োজন হয়, তবে আপনি পাশে থেকে সহায়তা করুন। ১৩. আপনার সন্তানকে নিয়মিত স্কুল/কলেজে পাঠাবেন। ১৪. যেকোনো সমস্যা সম্পর্কে জানতে চাইলে, সম্ভব হলে শ্রেণি শিক্ষক বা প্রধান শিক্ষক বা অধ্যক্ষ এর সাথে যোগাযোগ করে এটার সত্যতা যাচাই করবেন। সর্বোপরি আপনার সন্তানকে সময় দিন। কাছ থেকে ভালমন্দ বুঝানোর চেষ্টা করুন, যাতে সে বুঝতে পারে এবং একজন ভালো মানুষ হয়ে উঠতে পারে। ধন্যবাদ। সুখরঞ্জন তালুকদার প্রধান শিক্ষক ধানখালী সোনাগাজী, হায়াতুন্নেছা এ্যান্ড আশ্রাফ একাডেমী কলাপাড়া, পটুয়াখালী